Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরণে নাগরিক শোকসভা

০৮ মে, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরণে নাগরিক শোকসভা
ঠাকুরগাঁও প্রতিনিধি : :

ঠাকুরগাঁওয়ের প্রয়াত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রাজিউর রহমান।  বক্তব্য দেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ. সাদেক কুরাইশী, সহসভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, অধ্যক্ষ মামুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা বিএমএ’র সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, আখতার হোসেন রাজার সহধর্মিণী লুৎফুন্নেসা লিলি, উন্নয়ন সংস্থা এমকেপি’র নির্বাহী পরিচালক রবিউল আযম, জেলা সিপিবি ‘র সভাপতি ইয়াকুব আলী, সংগ্রামী বাংলার সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর মান্নান, ইএসডিও’র শামীম হোসেন, মোখলেসুর রহমান হেলাল, এ্যাড. ইমরান চৌধুরী, নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের সদস্য সচিব রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

সভায় মরহুম আখতার হোসেন রাজার জীবনী তুলে ধরেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল টিক্কু। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ রোববার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আখতার হোসেন রাজা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সাধারণ সম্পাদক ।

শেয়ার