Top
সর্বশেষ

ঠাকুরগাঁও রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যূ 

০৮ মে, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যূ 
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা মারা গেছেন। শনিবার (৭ মে)  বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে মারা যান   সালমা বেগম (৫৫) সদর উপজেলার পশ্চিম কুজিশহর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।িআগের দিন শুক্রবার (৬ মে) বিকেল ৫ টার দিকে ঘনিমহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে মতিউর রহমান মতি বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে আটোয়ারী অভিমুখে যাচ্ছিলেন।

পথিমধ্যে উত্তরা বাজারের ৩শ গজ উত্তরে মজলুম মাস্টারের হাসকিং মিলের সামনে সালমা বেগমকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। বৃদ্ধা সালমা বেগম রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন ও তার পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ২৪ ঘন্টার পার হতে না হতেই শনিবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে মারা যান বৃদ্ধা সালমা ।

এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংবাদ থানায় জানিয়েছে।

রুহিয়া থানার ওসি চিত্তরন্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার