Top
সর্বশেষ

হাসপাতালের টয়লেটে সন্তান প্রসব, পাইপ ভেঙে জীবিত উদ্ধার

০৮ মে, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
হাসপাতালের টয়লেটে সন্তান প্রসব, পাইপ ভেঙে জীবিত উদ্ধার
বরিশাল প্রতিনিধি :

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের টয়লেটের কমোডে সন্তান প্রসব করা নবজাতককে পাইপ ভেঙে জীবিত উদ্ধার করেছে শিশুটির বাবা।

শনিবার (৭ মে) সন্ধ্যায় হাসপাতলের তৃতীয় তলায় প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানাযায়, নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ পেশায় একজন জেলে এবং মা শিল্পী বেগম গৃহিণী। তারা পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার গণমান শেখপাড়া বাজার এলাকার বাসিন্দা। তাদের চার বছর বয়সী আরও এক কন্যাসন্তান রয়েছে।

নেয়ামত উল্লাহ বলেন, আমার স্ত্রী প্রসব যন্ত্রনায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরতরা অবস্থা গুরুতর দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। এখানে ডাক্তার সিজারিয়ানের সিদ্ধান্ত নেন। বিকেলে অপারেশনের ওষুধ কিনতে বললে আমি সেগুলো আনতে যাই। ওষুধ নিয়ে ফিরে এসে দেখি, টয়লেটে অনেক লোকজন ভিড় করে আছেন। আমার আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছেন।

তিনি আরও বলেন, লোকজন বলাবলি করছিল আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করেছে। টয়লেটের পাইপের মধ্য কান দিয়ে শুনি কান্নার আওয়াজ আসছে। হাসপাতালের লোকজন বলেছেন, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। আমি অপেক্ষা করিনি। কারণ মেয়ে পড়েছে আমার। আমাকেই তাকে বাঁচাতে হবে। কারও অপেক্ষা না করে দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে আমার সন্তানকে তার মধ্য থেকে বের করে নিয়ে আসি।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী রিমা বলেন, ঘটনার পর পুরো হাসপাতালে জানাজানি হয় টয়লেটের পাইপে শিশু পড়ে গেছে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে দ্বিতীয় তলায় গিয়ে দেখি টয়লেটের পাইপ ভেঙে নবজাতককে বের করছে তার বাবা।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। উদ্ধার করা নবজাতককে বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার