Top

ঢামেকে সুতা চুরির সময় কর্মচারী সমিতির নেতা আটক

০৯ মে, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
ঢামেকে সুতা চুরির সময় কর্মচারী সমিতির নেতা আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত সুতা চুরি করার সময় আব্দুল হাকিম (৪০) নামের চতুর্থ শ্রেণির এক কর্মচারী নেতাকে আটক করেছে র‌্যাব। র‍্যাব জানিয়েছে, জব্দ সুতার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।

রোববার (৮ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের বাগান গেট থেকে কালো ব্যাগ ভর্তি সুতাসহ আব্দুল হাকিমকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে নেওয়া হয় র‍্যাব-৩ কার্যালয়ে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, আব্দুল হাকিম হাসপাতালের ২১৪ নম্বর সার্জারি ওয়ার্ডে কাজ করেন। তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক।

এ বিষয়ৈ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, হাসপাতালের এক কর্মচারীকে সুতার ২৪টি বক্সসহ আটক করেছে র‍্যাব। ওই সুতা রোগীদের অপারেশনের পর সেলাইয়ের কাজে ব্যবহৃত হতো।

তিনি আরও জানান, একটি চক্র সরকারি ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে। আমরা র‍্যাবকে ধন‍্যবাদ জানাই এমন একটি চক্রের একজনকে আটক করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদেরও র‌্যাব আইনের আওতায় আনতে পারবে।

পরিচালক বলেন, এসব কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই হাসপাতাল অপরাধমুক্ত থাকুক। মুষ্টিমেয় লোক এই অপকর্মের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি।

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতির (ঢামেক) সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, আমাদের সংগঠনের নেতা হাসপাতাল থেকে সুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমরা সবাই মিলে আলোচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবো।

শেয়ার