Top
সর্বশেষ

টাঙ্গাইলে ২ মাদক কারবারি আটক

১১ মে, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ২ মাদক কারবারি আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের সদরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে উপজেলার তারটিয়া ভাতকুড়া হাই প্রেসার সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুকনুজ্জামান (২২), একই উপজেলার ভালাইন গ্রামের রইছ আকন্দের ছেলে জুয়েল আকন্দ (২৮)। এসময় ১০ কেজি গাঁজা ২টি মোবাইল এবং নগদ ৭০০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলা সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার