Top
সর্বশেষ

রংপুর মহানগর আওয়ামী কোতয়ালী থানার সভাপতি তৌহিদুল, সম্পাদক শাহাজাদা

১১ মে, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
রংপুর মহানগর আওয়ামী কোতয়ালী থানার সভাপতি তৌহিদুল, সম্পাদক শাহাজাদা
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

থানা গঠনের ৪ বছর পর রংপুর মহানগর আওয়ামী কোতয়ালী থানা থানার ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলামকে সভাপতি ও শাহাজাদা আরমান শাহাজাদাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল নগরীর টাউনহলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশন চলে রাত পর্যন্ত।

এরপর রংপুর সার্কিট হাউজে কোতোয়ালি থানার ৪৪৯ জন কাউন্সিলর নিয়ে ২য় অধিবেশন শুরু হয়। আবেদন করা প্রার্থীতা যাচাই বাছাই করে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের সাক্ষাৎকার।

বূধবার ভোরে দলীয় কাউন্সিলরদের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম সভাপতি ও শাহাজাদা আরমান শাহাজাদা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দিতা করেন।

নবনির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম জানান, সকল সদস্যের সমন্বয়ে এক শক্তিশালী থানা কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী দিনে নগরীর বৃহতম থানা কোতোয়ালিকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক জানান, আওয়ামী লীগের সকল বিধি মেনে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব উপহার দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত ধরে রংপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগ সু-সংগঠিত হবে । রংপুর কোতোয়ালি থানা রংপুর মহানগরের ১৪ ওয়ার্ড নিয়ে গঠিত।

 

শেয়ার