চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মে) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫)। পেশায় তিনি কসাইয়ের কাজ করতেন।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর গ্ৰামের তার দ্বিতীয় স্ত্রী লালবানু বেগমের বাড়িতে গতকাল রাতে নজরুল কসাই ঘুমিয়ে ছিল। মধ্যরাতে হঠাৎ একটি ফোনকল আসলে নজরুল কসাই বাড়ি থেকে বের হয়। পরো সকালে রাস্তার পাশে তার লাশ দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত নজরুল কসাইয়ের তিনটি স্ত্রী রয়েছে বলে জানা গেছে।
গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, সকালে নজরুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৫-৭শ গজ দুরে একই এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। ইতিমধ্যে প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকারি যেউ হোক না কেন তাকে দ্রুত গ্ৰেপ্তার করা হবে।