খানসামা উপজেলায় ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।
গত মঙ্গলবার (১০ মে) খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের রামকলা বাজারে ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।
২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ছাত্রলীগ নেতা রুপন শাহ, সাহিদুজ্জামান সজীবের উদ্যোগে ইউনিয়ন ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, সময়ের প্রয়োজনে জন্ম নেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সময়ের সাহসী সন্তানদের নিয়ে দেশ ও জাতির কল্যাণে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে। মেধাবী ও আধুনিকমনা ছাত্রলীগের নেতৃত্বে দেশে আবারও প্রজ্বলিত হবে ছাত্রলীগের গৌরবগাথা, ছাত্রলীগের ঐতিহ্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কথা। ছাত্রলীগ মানেই পড়াশোনার পাশাপাশি গভীর দেশপ্রেম, আদর্শবোধ ও ত্যাগের মহিমায় জাতি গঠনে অনন্যসাধারণ ভূমিকা রেখে যাওয়া একটি সাহসী ছাত্রসংগঠন।
তিনি আরো বলেন, ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নেতাকর্মীদের আহ্বান জানাই, ছাত্রলীগের কাজের দ্বারা যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন না হয়। ছাত্রলীগকে সবাই ভালোবাসবে। সবাই পছন্দ করবে। ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, যুগ্ম আহ্বায়ক মোস্তাওফিক আহমেদ শামীম, আবু নাসের সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজোয়ান আহমেদ ফাহিম ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।