নীলফামারীতে বোরো মৌসুমে বঙ্গবন্ধু ধান-১০০ এর পরীক্ষামূলক চাষে সফলতা এসেছে। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী ব্লকে ওই ধান কর্তনের মাঠ দিবসে এমন সফলতার কথা জানান কৃষকরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রোগ ও পেকামাকড় সহনশীল এবং জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ উদ্ভাবন করে। উদ্ভাবনের পর কৃষি বিভাগের ব্যবস্থাপনায় এবার মাঠ পর্যায়ে চাষে ব্যাপক সফলতা আসে।
জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী গ্রামের কৃষক আনছারুল হক ও পেয়ারুল হক এবার এক একর জমিতে পরীক্ষামূলক চাষ করেছেন বঙ্গবন্ধু ধান-১০০। তারা বলেন,‘অন্য জাতের চেয়ে এ জাতের ধানের উৎপাদন খরচ কম হওয়ায় লাভ বেশী হবে। আগাম ধান উঠায় দাম বেশী পাওয়া যাবে। পাশপাশি মাঝারী চিকন হওয়ায় বাজারে এ ধানের চালের চাহিদা রয়েছে। জিংক ও খাদ্যমান সমৃদ্ধ হওয়ায় এর ভাত খাওয়ার পর মানুষের মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, জেলায় এক হেক্টর জমিতে বঙ্গবন্ধু ধান-১০০ এর চাষ করা হয়। রোগ ও পেকামাকড় সহনশীল এবং জিংক সমৃদ্ধ মাঝারি চিকন নতুন এই জাতের ধান চাষে ব্যাপক সফলতা এসেছে। স্বল্প খরছে প্রবিবিঘা জমিতে ফলন হয়েছে ২০ মন করে।
মাঠ দিবসের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রশিক্ষণ কর্মকর্তা হোমায়রা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রূপম, কৃষক আনছারুল হক ও পেয়ারুল হক প্রমুখ।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু বক্কর ছিদ্দিক বলেন,‘মাঝারি চিকন হওয়ায় এ জাতের ধানের চাল বাজারে প্রভাব ফেলবে। রোগ ও পেকামাকড় সহনশীল হওয়ায় উৎপাদন খরচ কমবে। এ জাতের চালের ভাত খেতে সুস্বাদু ও জিংক সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মানুষের।
তিনি জানান, পরীক্ষামূলক চাষে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বঙ্গবন্ধু ধান-১০০ এর আবাদ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে কৃষি বিভাগ।