Top
সর্বশেষ

কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২ মে, ২০২২ ১:২২ অপরাহ্ণ
কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
হাসান সিকদার, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল সকালে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে জাহিদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। তবে কোন গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

শেয়ার