বৈধ পথে প্রবাসী আয় প্রেরণের জন্য সম্মানিত ও অনুপ্রাণিত করতে ২০১৯-২০২০ সময়ের জন্য সাধারণ পেশাজীবি, বিশেষজ্ঞ পেশাজীবি ও ব্যবসায়ী ক্যাটাগরিতে ৫৩টি এবং প্রতিষ্ঠানিক পর্যায় রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস ক্যাটাগরিতে ১৪টি, অর্থাৎ মোট ৬৭টি সম্মাননা পুরস্কারের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এবারের আয়োজনটি সপ্তমবারের মতো।
বৃহস্পতিবার (১২মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুহু সালেহীন ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের জন্য যা দরকার সব করব। আপনারা আমাকে বিশ্বাস করুন, ঠকবেন না। আপনাদের কষ্টার্জিত আয় দেশে বৈধপথে পাঠাবেন। আপনি যখন অবৈধভাবে দেশের মধ্যে রেমিট্যান্স পাঠাবেন তখন নিজে উপকৃত হলেও দেশ উপকৃত হবে না।
তিনি বলেন, রেমিট্যান্স পাঠানোর অনেক সোর্স আছে। কিন্তু সরকারি মাধ্যম ছাড়া অন্য কোনো উপায় গ্রহণযোগ্য নয়। আপনারা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করবেন। রেমিট্যান্সের ওপরে প্রণোদনা দিয়ে স্বীকৃতি দিয়েছি। রেমিট্যান্স আনতে যারা কাজ করছে তাদের স্বীকৃতি দেওয়া যায় কি না আমরা ভেবে দেখব।
তিনি আরও বলেন, মনে রাখবেন আমরা যেসব সুযোগ-সুবিধা দিচ্ছি, দেশ থেকে চলে যাওয়া টাকা আবারও দেশে ফেরত আসবে। কারণ আমেরিকা, ইউরোপের অনেক দেশে এখন টাকা রাখলে কমিশন দিতে হয়। এখন আর সুদ পায় না। তাই যেকোনো উপায়েই হোক বাংলাদেশে টাকা চলে আসবে। কারণ বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকা রাখলে বেনিফিট পাওয়া যায়।
অনুষ্ঠানে প্রবাসীরা ওয়েজ আর্নার বন্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর দাবি জানালে আ হ ম মুস্তফা কামাল বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আশা করছি প্রবাসীদের স্বার্থে ইতিবাচক সাড়া পাব। আপনারা বেশি করে রেমিট্যান্স পাঠাবেন। আমরা আপনাদের সাপোর্ট দেব, আপনারা দেশকে সাপোর্ট দেবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, অতীতের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্সের গুরুত্ব অনেক বেড়েছে। তাই প্রবাসীদের বৈধ চ্যানেলে বেশি বেশি রেমিট্যান্স পাঠানোর জন্য আহ্বান জানান।
প্রবাসীদের পক্ষ থেকে ওয়েজ আর্নার বন্ডে এক কোটির বেশি বিনিয়োগের সুযোগ প্রদানের বিষয়ে গভর্নর বলেন, এই বন্ডে সুদ ১২ শতাংশ। অন্যদিকে সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ ৬ শতাংশ। তাই এক্ষেত্রে সরকারের পরিকল্পনা ঠিক আছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ বলেন, বাংলাদেশ ছোট দেশ হতে পারে কিন্তু রেমিট্যান্সের দিক থেকে ভালো অবস্থানে আছে। ভবিষ্যতে যাতে রেমিট্যান্সের পরিমাণ বাড়ে তা নিয়ে সরকার কাজ করছে। আর বৈধ পথে রেমিট্যান্স আনার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
স্বাগত বক্তব্যে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের বলেন, সম্প্রতি আকু বিল পরিশোধের ফলে ৪৪ বিলিয়ন রিজার্ভ থেকে কিছুটা কমে গেছে। তাই রিজার্ভ বাড়াতে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধিতে প্রবাসীদের আরও এগিয়ে আসতে হবে। এবং বৈধ পথে রেমিট্যান্স আনার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রবাসীদের সহোযোগিতা করতে হবে। একই সঙ্গে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থের অপকারিতা, সন্ত্রাসী অর্থায়ন বিষয়ে প্রবাসীদের আরও সচেতন করতে হবে। বর্তমানে আরও কয়েকটি দেশে শ্রমভিসা দিচ্ছে এতে প্রবাসী আয় আরও বাড়বে।
২০১৯ সালে পেশাজীবী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মো. শামসু উদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইয়া, আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল মুনিম, ইব্রাহিম জোবায়েদ, নাছির উদ্দিন খান ও লুৎফর রহমান মুনশি। একই ক্যাটাগরিতে ২০২০ সালে সায়েদ উসমান, মোহাম্মদ আনিসুর রহমান, হারুনুর রশিদ খান, মহিন হোসাইন, আবুল ফজলে মোহাম্মদ লতিফুল মাসুদ, আলতাফ হোসাইন, তাজনিন হক হোসাইন, খন্দকার তানভীর শামসুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম উদ্দিন, মোহাম্মদ তৌফিকুল আহসান ও মোহাম্মদ কামরুজ্জামান।
২০১৯ সালে বিশেষজ্ঞ পেশাজীবী শ্রেণিতে পুরস্কার পেয়েছেন সুকেষ রায়, জুরান চন্দ্র ভৌমিক, মাহবুবুল হাদি ফজলে রব, এনায়েত উল্লাহ খান, রত্না রায়, আবরাহাম মোহাম্মদ সরকার, কানিজা ফাতেমা, আফিয়া আদমজী, এরশাদুল করিম ও খন্দকার মাহেন হাবিব। একই ক্যাটাগরিতে ২০২০ সালে পুরষ্কার পেয়েছেন জুরান চন্দ্র ভৌমিক, মো. ওমর ফারুক, সুকেষ রায়, শামীম আহমেদ ভুঁইয়া, মোহাম্মদ নাছির হায়দার, আবরাহাম মোহাম্মদ সরকার, খন্দকার মোস্তফা মহলিয়া এশা, রশিদ উদ্দিন আহমেদ, লুৎফর নাহার ও খালেদ খান।
ব্যবসায়ী ক্যাটাগরিতে ২০১৯ সালে পুরস্কার পেয়েছেন ওমর ফারুক, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ওলিউর রহমান, আবু তাহের মোহাম্মদ আমানউল্লাহ, মো. বিল্লাহ হোসাইন ভুঁইয়া, ওবায়দুর রহমান, রুমানা আক্তার ও মোহাম্মদ আব্দুন নুর কাওসার। একই ক্যাটাগরিতে ২০২০ সালে পেয়েছেন আবু জাহেদ ইমরান, নাহিদা আক্তার, আনাম উল ইসলাম, মোহাম্মদ আরিফ উদ্দিন ও আব্দুল করিম।
২০১৯ ও ২০২০ সালে রেমিট্যান্স আহরণকারী শীর্ষ চার ব্যাংক ইসলামী, অগ্রণী, ডাচ্-বাংলা ও সোনালী ব্যাংক পুরস্কার পেয়েছে।
২০১৯ সালে রেমিট্যান্স প্রেরণকারী প্রতিষ্ঠান হিসেবে এনইসি মানি ট্রান্সফার লিমিটেড, প্লাসিড এনকে করপোরেশন ও সানমেন গ্লোবাল এক্সপ্রেস করপোরেশন পুরস্কার পেয়েছে। একই প্রতিষ্ঠানগুলো ২০২০ সালেও রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়ছেন।
অনুষ্ঠানে জনোনো হয়, করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ২০১৯ ও ২০২০ সালে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। এবার ২০১৯ এবং ২০২০ সালের জন্য ব্যক্তি পর্যায়ে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী ও ব্যবসায়ী ক্যাটাগরিতে ৫৩টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী এক্সচেঞ্জ হাউস ও ব্যাংক ক্যাটাগরিতে ১৪টি, অর্থাৎ মোট ৬৭টি সম্মাননা পুরস্কারের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।