বরিশালে চার হাজার কেজি জাটকাসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়েছে। এতে কোনো জেলেকে আটক করতে পারেনি বলে জানিয়েছে কোস্টগার্ড।
বুধবার সকালে বরিশাল সদর উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন কড়াই নদীতে এই অভিযান চালানো হয়।
সন্ধ্যায় কোস্ট গার্ড বরিশালের চীফ পেটি অফিসার জমির হোসেন জানান, লঞ্চে মাদক রয়েছে এমন সংবাদে বুধবার সকালে কড়াই নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। পরে অভিযানে চার হাজার কেজি জাটকাসহ একটি ট্রলার জব্দ করা হয়।
তিনি আরো জানান, অপর একটি যাত্রীবাহী ট্রলার থেকে ১০ বোতল মদ, ৯৪ পিস ইয়াবা আটক করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জব্দ করা জাটকাগুলো বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা এবং অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়