Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

১২ মে, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে এক কলেজছাত্রী (১৭) কে অপরহরণ ও ধর্ষণের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১২ মে বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ১১ মে বুধবার সদর উপজেলার সালন্দর শাহপাড়া গ্রামের .ফয়সাল আহম্মেদ (২১) একই গ্রামের ওই ছাত্রীকে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে জোরপূর্বক অপহরণ করে। পরে একটি অটো রিক্সায় করে ওই ছাত্রীকে নিয়ে সদর উপজেলার কালিতলা বাজারে পৌছালে ছাত্রীর চিৎকারে বাজারের লোকজন এসে অটোরিক্সাটিকে আটক করে। এ সময় ফয়সাল ও অন্যান্যরা পালিয়ে যায়। বিষয়টি জানার পর ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধার করে বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, এর আগে গত ১ এপ্রিল ফয়সাল বাড়ির পাশ্ববর্তী জনৈক রমজান আলীর বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে পূর্বক ধর্ষণ করেছে। মামলায় ফয়সাল ছাড়াও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করা হয়। ফয়সল ওই গ্রামের মিজানুর রহমান ছুটুর ছেলে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার