Top
সর্বশেষ

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৩ মে, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
 মাগুরা প্রতিনিধি :
মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে মো: জান্নু মোল্ল্যা (৩৫) নামের  এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সদর উপজেলা বেরইল পরিতা ইউনিয়নের সত্যবানপুর গ্রামের চৌধুরী মোল্ল্যা ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১২ মে) বিকেলে  উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের সত্যবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে  মুষলধারে  বৃষ্টি চলাকালীন সময়  কৃষক জান্নু মোল্যা  তাঁর এক সহযোগীসহ বাড়ির পাশে বিলের জমির ধান কাটা ও গোছানোর কাজ করছিলেন।
এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জান্নু মোল্যা মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট  নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারমান এনামুল হক রাজা বলেন, বৃষ্টির সময় কৃষক জান্নু মাঠে নিজের ধান ক্ষেতে কাজ করাকালীন বজ্রপাতে তাঁর  মৃত্যু হয়েছে। তার সাথে থাকা অপর কৃষক সাময়িক অসুস্থ হলেও কিছুক্ষণ পর সুস্থ হয়ে ঘটনার বিবরণ দেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে ।
শেয়ার