Top
সর্বশেষ

আমপাড়া নিয়ে দুদলের সংঘর্ষ, আহত ২০

১৩ মে, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
আমপাড়া নিয়ে দুদলের সংঘর্ষ, আহত ২০
মাগুরা প্রতিনিধি :

গাছের আম পাড়াকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষর ঘটনায়   শুক্রবার (১৩মে) ২০জন গুরুতর আহত হয়েছে। মাগুরা শ্রীপুর উপজেলার জোকা গ্রামে পশ্চিম পাড়ায়  আজ সকালে এই সংঘর্ষের ঘটনা হয়। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে মাগুরা সদর ও দারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রতিবেশীরা জানান, শ্রীপুর উপজেলার পশ্চিম জোকা গ্রামের কুমার নদীর চরের সরকারী আম গাছ থেকে একটি পাকা আম পাড়ে শহিদ মোল্লার ছেলে সেজান (১৪)। এই আম পাড়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত একই গ্রামের আখের শেখ (৩৫) এ-র সাথে সেজানের বাকবিতন্ডা হয়। এরই সুত্র ধরে এক পর্যায়ে দুই পক্ষের লোকেদের মাঝে হামলা-পাল্টা হামলায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।  এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত ও ৫ টি বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়।  আহতদের মধ্যে সেজান ও আখেরসহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ১০ জন ও দারিয়াপুর স্ব্যাস্থ কমপ্লেক্সে  আরও ৭জনকে ভর্তি করা হয়েছে।
আহত সেজান ও তার চাচা হাসেম মোল্লা  জানায়, গ্রামের কুমার নদীর চরের আম গাছ থেকে একটি পাকা আম পাড়ার সময় আখের শেখ সেজানকে বাধা দেন। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা শুরুর এক পর্যায় আখের ও তার সহযোগীরা তাদের বাড়িঘরে এসে হামলা চালায়। এ সময় ভাংচুর লুটপাট ও পরিবারের নারী পুরুষসহ অন্তত ১০ জনকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। তাদের মধ্যে, সাহেব মোল্লা (৩৭) চঞ্চল মোল্লা (৩০) মফিজ মোল্লা (২৯) আরিফ মোল্লা (৩৩), (২৫) শহিদ মোল্লা (৪৫) সোহাগ (২৫) আরিফুল মোল্লা (২৫) মালা বেগম সহ ৯জন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় মলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।
 অপর দিকে আহত আখের শেখ জানান, , চরের সরকারী জায়গার গাছের আম পাড়ার ঘটনায় নিষেধ করায় বাকবিতন্ডার সৃষ্টি হলে সেজান তার উপর হামলা চালিয়ে তাকে জখম করে। এ ঘটনার সুত্র ধরে দুই পক্ষের লোকেদের মাঝে সংঘর্ষের ঘটনা হয়। এ সময় সংঘর্ষে তাদের  পক্ষের ১০ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে তিনি ও তার সহযোগীসহ দুই জন মাগুরা সদরে ও আরও ৭জন সাচিলাপুর স্ব্যাস্থ কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তাঁরা।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতম সরকার বলেন, আম পাড়া নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় থানায় এখনো কেই এজাহার বা মামলা করে নাই। এজাহার পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার