নোয়াখালী পৌরসভা ছাত্রলীগ, সদর উপজেলা ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি দেয়ার প্রতিবাদে জুতা হাতে বিক্ষোভ মিছিল করেছে একটি পক্ষ। নতুন এই কমিটি পকেট কমিটি দাবী করে কমিটি বাতিল করে সকলের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি দেয়ার দাবী জানানো হয়।
শুক্রবার (১৩ মে) বিকেলে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে মিছিল শেষে জেলা আ.লীগ কার্যালয়ের সামনে সড়কে এক বিক্ষোভ সমাবেশ করে তারা।
এসময় বক্তারা বলেন, বর্তমান জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান কোন প্রকার সমন্বয় না করে তাদের মনগড়া পকেট কমিটি সাজিয়ে তা প্রকাশ করে। যা নিয়ম বহির্ভুত। জেলা কমিটি যাতে করে নতুন কোন কমিটিনা দেয় সে বিষয়ে কেন্দ্রীয় কমিটির নিষেধাজ্ঞা থাকলেও তারা কারো কথা না শুনে নতুন করে তিনটি কমিটি দিয়েছে। এসব কমিটিতে যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সম্পাদকীয় পদে যাদের রাখা হয়েছে তাদের কোনো যোগ্যতাই নেই সংগঠন চালানোর। তাই দ্রুত এ কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি দেয়ার দাবি জানানো হয়।
ছাত্রলীগের একাধিক সদস্য জানান, রাতের আঁধারে কারো সঙ্গে যোগাযোগ না করে বা কোন প্রকার সাংগঠনিক নিয়ম না মেনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্তে তিনটি কমিটি দেয়। হাতের লেখা ওই পূর্ণাঙ্গ কমিটির মধ্যে নোয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মোহাম্মদ রিশাদকে এবং সাধারণ সম্পাদক করা হয় তোফাজ্জল হোসেন রনি। এ ছাড়া পৌরছাত্রলীগের সভাপতি করা হয় আরাফাত আহমেদ অন্তর এবং সাধারণ সম্পাদক করা হয় আমিন উল্যাহ ফাহাদকে। আর নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক করা হয় রাহুল দে এবং যুগ্ম আহবায়ক করা হয় আলী আজগরকে। এর মধ্যে আলী আজগর নিজেই ওই কমিটি প্রত্যাখান করে। নিয়ম অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কিংবা সংগঠনের বৃহৎ সভায় এমন কমিটি দেয়ার কথা।যেহেতু সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটি দিয়েছে, ফলে এটিকে কেউই মেনে নিচ্ছে না।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানকে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায় নি।