ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উচ্চ ফলনশীল (উফশী) বোরো ধান ব্রি ধান-৮৪ অনুষ্ঠানিকভাবে কাটা শুরু হয়েছে। ১৪ মে শনিবার সকালে কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পীরগঞ্জ পৌরসভাধীন গুয়াগাঁও মহল্লায় কৃষক আবুল হোসেনের ৩৩ শতক জমির ধান কাটা হয়।
কৃষক আবুল জানান, উপজেলা কৃষি অফিস থেকে ধান চাষের জন্য প্রদর্শনী প্লটের জন্য ৫ কেজি ধান, পটাশ ১৫ কেজি, ইউরিয়া ২৫ কেজি, ডিএপি ২০ কেজি, জিপসাম ৫ কেজি ও এক কেজি জিংক সার দেয়া হয়। বীজতলা তৈরিতে ৪০ দিন অতিবাহিত হয়। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে জমিতে চারা রোপনের ৮৬ দিন পর শনিবারে এই ধান কাটা হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম জানান, সর্বোচ্চ ১৪০ দিন জীবন চক্রের ধান ব্রি-৮৪। এ এলাকায় কৃষকেরা আমন ধান বা সরিষা কাটার পর খালি জমি ফেলে না রেখে এ ধান চাষ করে লাভবান হতে পারেন। এছাড়া খালি জমি পড়ে না থাকায় জমির স্বাস্থ্যও ভাল থাকে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় ও মাটির গুনাগুণেরর
উপর এ ধানের ১২৬ দিনেই জীবন চক্র সম্পন্ন হয়েছে।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, জিংক ও আয়রন সমৃদ্ধ এ ধান মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও রক্ত স্বল্পতা দূর করে। বাংলাদেশ ধান গবেষণা ইন্সিটিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল নতুন এ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে রাজস্বখাত থেকে প্রদর্শনী প্লট দেয়া হয়েছিল।
উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায় জানান, কম জীবনচক্রে ধান ব্র্রি ধান-৮৪। বেরো মৌসূমে রাজস্বখাত থেকে ২৮টি ও এনএপিপি প্রকল্প থেকে একটি প্রদর্শনী প্লট দেয়া হয়েছিল।