নীলফামারীর সৈয়দপুরে সেফটি ট্যাংকিতে নেমে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রি মশিউর রহমান কালু (৪৫) একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে বলে জানান সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান বলেন, ওই গ্রামের বাসিন্দা ও সৈয়দপুর বাস টার্মিনালের কুলি আব্দুস সাত্তারের বাড়ির ল্যাট্রিনের সেফটি ট্যাংকি নির্মাণ করা হয়।
শনিবার সকালে সেফটি ট্যাংকির সার্টারিং খুলতে ট্যাকিংর নিচে নামেন রাজমিস্ত্রি মশিউর রহমান কালু। এসময় ট্যাকিংর বিষক্রিয়া আক্রান্ত হয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় মশিউর রহমান কালু।
বাড়ির মালিকসহ তাঁর সহকর্মীরা উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক রাজমিস্ত্রি কালুকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক আবুল হাসনাত আরো বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।