Top
সর্বশেষ

অবশেষে দ্বিতীয় স্ত্রী ছেড়ে দিলেন সেই প্রেমিক

১৪ মে, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
অবশেষে দ্বিতীয় স্ত্রী ছেড়ে দিলেন সেই প্রেমিক
পঞ্চগড় প্রতিনিধি :

অবশেষে দ্বিতীয় স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়েছেন। বিয়ের ২২ দিনের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে। উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে একে অপরের সঙ্গে এফিডেভিট মূলে বিচ্ছেদ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর বেশি মুখ খুলতে নারাজ উভয় পরিবার।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার ইউনিয়নের যামিনী চন্দ্র রায়ের ছেলে রোহিনী চন্দ্র রায় গত ২০ এপ্রিল এক সঙ্গে দুই জনকে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন।

বিয়ের ২২ দিনের মাথায় অবশেষে রোহিনীর দ্বিতীয় স্ত্রী লক্ষীদ্বার গ্রামের টোনো কিশোরের মেয়ে মমতা রানী (১৮) স্বইচ্ছায় তাকে ছেড়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার (১২ মে) উভয় পরিবারের সমঝোতার ভিত্তিতে এফিডেভিট মূলে ছেড়ে দিয়েছেন।

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মমতা রানীর বাবা টোনো কিশোর ও মমতা রানীর ভাই পলাশ চন্দ্র রায় রোহিনী ও মমতা রানীর বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সমঝোতা হলেও কিভাবে সমঝোতা হল বা বিচ্ছেদের অন্য কোন কারণ আছে কি না তা উভয় পরিবারের পক্ষ থেকে কোন কিছু বলা না হলেও সরেজমিন গিয়ে জানা গেছে, কিছু অর্থের বিনিময়ে মমতা রানী রোহিনীকে ছেড়ে দিতে সম্মত হয়েছে। এছাড়া রোহিনীর পরিবারে অসন্তোষ, দুই বিয়ে নিয়ে এলাকায় জনশ্রুতি, হিন্দু ধর্মাবলম্বী বিবাহ আইন অনুযায়ী ও ধর্মমতে শুদ্ধ না হওয়াসহ নানা কারণে এই বিয়ে টেকেনি বলে স্থানীয়রা বলছেন।

এসব কারণেই এক সঙ্গে দুজনকে বিয়ে করেও সংসার করতে ব্যর্থ হয়েছেন তারা। কেন বিচ্ছেদ হল এমন প্রশ্ন করলে রোহিনী ও মমতার পরিবারের লোকজন কোন কথা বলতে রাজি হননি। তবে মমতা রানীর ভাই পলাশ চন্দ্র রায় বলেন, দুই বিয়ের বিষয়টি আমরা আর বাড়াবাড়ি করতে চাই না। সমাজে এমনিতেই আমাদের অনেক কথা শুনতে হয়েছে। বোনের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পরিবারের পক্ষে এ নিয়ে কোন অভিযোগ নেই।

রোহিনীর বাবা যামিনী চন্দ্র রায় বলেন, আমাদের পক্ষ থেকে কোন চাপ ছিল না। তবে উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে মমতা রানী স্বেচ্ছায় আমার ছেলেকে তালাক দিয়েছে। সমঝোতা কি ছিল এ বিষয়ে প্রশ্ন করলে তিনি আর কোন কথা বলেননি।

বলরামপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা আবু তৌহিদ জানান, রোহিনীর এক সঙ্গে দুই মেয়েকে বিয়ের ফেসবুকে ভাইরাল হওয়া ছবিগুলো এখন কেবলি স্মৃতি। সংসার, সমাজ ও পারিববারিক চাপের কারণে এ বিয়ের বিচ্ছেদ হতে পারে বলে জানান তিনি।

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, বিচ্ছেদের বিষয়টি আমি নেছি। উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। মেয়েটি স্বেচ্ছায় ছেলেটিকে তালাক দিয়েছে। তবে অফিসিয়ালি আমার কাছে কেউ কোন চিঠিপত্র দেয়নি।

জেলার বোদা উপজেলার হিন্দু বিবাহ রেজিষ্টার পরেশ চন্দ্র বর্মন বলেন, হিন্দু ধর্ম মতে কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে পারবেন না। তবে কোন স্ত্রী স্বেচ্ছায় যে কোন কারণে স্বামীকে তালাক দিতে পারেন। এটি আইনসিদ্ধ।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রোহিণী চন্দ্র রায় তার দুই প্রেমিকা বলামপুর ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানী (২০) এবং একই ইউনিয়নের উত্তর লক্ষীদ্বার গ্রামের টনোকিশোর রায়ের মেয়ে মমতা রানীকে (১৮) হিন্দু শাস্ত্রমতে এক সঙ্গে বিবাহ করেছিলেন। তার বিয়ের এই বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় ভাইরাল হয়ে যায়।

শেয়ার