Top
সর্বশেষ

টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন আ.লীগের সম্মেলনে মারামারি ও ভাঙচুর

১৫ মে, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন আ.লীগের সম্মেলনে মারামারি ও ভাঙচুর
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। মারামারি ও ভাঙচুরের ঘটনার এক পর্যায়ে স্থানীয় এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা পুলিশ পাহাড়ায় সম্মেলন স্থল ত্যাগ করেন। শনিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেলে কালিহাতী উপজেলার মগড়া বাজারে দশকিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি। এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস, বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সদস্য আবু নাসের, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক ভূঁইয়া প্রমুখ।
দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কোরান মেম্বারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত সাড়ে ৯ টায় দিকে স্থানীয় এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা নতুন কমিটির সভাপতি হিসেবে শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নাম ঘোষণা করেন। এতে সম্মেলনের সভাপতি প্রার্থী ও দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক রায়হান তালুকদারের নেতাকর্মীরা সম্মেলন স্থলে বিক্ষুদ্ধ হয়ে উঠেন। তারা সম্মেলনের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান। সাধারণ নেতাকর্মীদের দাবি না মানায় সম্মেলন স্থলে স্থানীয় এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের অবরুদ্ধ করে রাখেন। এসময় সম্মেলন স্থলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ঘোষিত এই কমিটি বাতিলের দাবিতে মারামারি ও ভাঙচুর করে। পরে সম্মেল স্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু জানান, দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কমিটি ঘোষণা হওয়ার পর পদবি ত নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে চেয়ার ভাঙচুর করে। পরে আমরা নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার