দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এর আগে গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকা মার্কার প্রার্থী ছিলেন তিনি৷
গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত হয়।
নৌকা প্রতীক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, স্থানীয় আওয়ামীলীগ সহ খানসামা উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সফিউল আযম চৌধুরী লায়ন।
তিনি বলেন, শুধুমাত্র জনগণের সেবা করার জন্য গত নির্বাচনে চাকুরী ছেড়েছি। খানসামা উপজেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখবেন।