Top

দেড় ঘণ্টায় সূচক বেড়েছে ১৫৯ পয়েন্ট, লেনদেন ৯১২ কোটি টাকা

১৪ জানুয়ারি, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
দেড় ঘণ্টায় সূচক বেড়েছে ১৫৯ পয়েন্ট, লেনদেন ৯১২ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩ টির, দর কমেছে ৬৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯১২ কোটি ৯৪ লাখ ০৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪১৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, দর কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

শেয়ার