নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাত্র ১০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে অর্ধসহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় উপড়ে ও ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা এবং ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়ে পাকা ধান, ভুট্টা ও কাচাঁ মরিচ ক্ষেতের।
শনিবার মধ্যরাতে উপজেলার দু’টি ইউনিয়ন চাঁদখানা ও বাহাগিলির ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়।
এলাকাবাসী জানায়, আট থেকে ১০ মিনিটের ঝড়ে চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জাবাড়ী ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গা, নগরবন গ্রামের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ওই ঝড়ে তিন গ্রামের বিচ্ছিন্ন ভাবে প্রায় পাঁচ শতাধিক কাচা ও আধা পাকা ঘরবাড়ী বিধস্ত হয়। এছাড়াও উপরে ও ভেঙে পড়েছে অসংখ্য ছোটবড় গাছপালা। পাশপাশি মাঠে থাকা পাকা ধান, ভুট্টা ও কাচা মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে ওই ঝড়ে।
বাহাগিলী ইউনিয়নের নগরবন গ্রামেরবাসিন্দা আমীর আলী (৪০) জানান, মাত্র ১০ মিনিটের ঝড়ে অসংখ্য আধাপাকা ও কাচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে ও উপরে পড়েছে অসংখ্য গাছপালা।
বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের রুবেল হোসেন (৪৫) আমেনা বেগম (৪০) বলেন, ওই ঝড়ে আশ্রয়ন প্রকল্পের আধাপাকা একটি ঘরের চাল উড়ে যায়। এসময় সাত থেকে আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ফসলের ক্ষয়ক্ষতি নিরুপনে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবুল হাসনাত সরকার বলেন, ‘সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে ক্ষয়ক্ষতির তালিকা চাওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর ই আলম সিদ্দিকী বললেন,‘উপজেলার নদী প্রবন এলাকা দিয়ে শনিবার রাতে ওই ঝড় বয়ে গেছে। ঝড়ে আশ্রয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘর সরকারি খরছে মেরামত করা হবে।’