Top
সর্বশেষ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে ৬০ কোটি টাকার অনুদান দিয়েছেন: বাদল

১৫ মে, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে ৬০ কোটি টাকার অনুদান দিয়েছেন: বাদল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ৬০ কোটিরও বেশি টাকার অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। ১৫ মে রবিবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওই অনুদানের মধ্যে ৫০ কোটি ৫৭ লাখ টাকা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের দুঃস্থ-অসহায়, দুর্ঘটনাকবলিত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া করোনাকালীন সহায়তার জন্য দেওয়া ১০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা সাংবাদিকদের বিশেষ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর ওই সহায়তার উদ্দেশ্য যেন সফল হয় সেদিকে সাংবাদিক নেতাসহ সকলের প্রতি আহবান জানান। ওইসময় তিনি স্থানীয় প্রয়াত সাংবাদিক শাহ আলম বাবুলের অসহায় পরিবারের সহায়তার পাশাপাশি ট্রাস্টের আওতায় সম্ভবপর সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন। এছাড়া সাংবাদিক নেতাদের দাবির মুখে তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে নানাভাবে প্রশিক্ষণের আয়োজনসহ সরকারি সহায়তায় প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণে তার তরফ থেকে সহযোগিতার আশ্বাস দেন। সেইসাথে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেলপথ স্থাপনে শেরপুরবাসীর দাবির সাথে তিনিও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাজনীতিক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই বিষয়গুলো সমাধান করতে হবে আমাদের।

প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু বকর, তালাত মাহমুদ, দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, জিএম আজফার বাবুল, ফজলুল কবীর সুরুজ, রফিক মজিদ, আবুল হাশিম, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল, জিএইচ হান্নান, মোহাম্মদ জুবায়ের রহমান, কাজী মাসুম, জাহিদুল খাঁন সৌরভ প্রমুখ। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার