Top
সর্বশেষ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ময়মনসিংহে বিএনপির সমাবেশ

১৫ মে, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ময়মনসিংহে বিএনপির সমাবেশ
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের অন্যায়ের প্রতিবাদ করা, হরতাল করা সাংবিধানিক অধিকার। সরকার মিটিং মিছিল করতে না দিয়ে সংবিধানকে অপমান করছে। সুতরাং প্রতিবাদ করতে গিয়ে আর আমরা মার খাব না, কোন আক্রমণ হলে সাথে সাথে রাস্তায় নেমে প্রতিরোধ করতে হবে।

রবিবার বিকালে নগরীর নতুনবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেন।

গয়েশ্বর রায় আরো বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে কোটি টাকার ইভিএম নিয়ে বঙ্গোপসাগরে ঝাপ দিতে হবে।

তিনি আরো বলেন, মানি লন্ডারিং, খুনি, ডাকাত, দখলবাজ, চাঁদাবাজ, অস্ত্রবাজ, ধর্ষণকারী যে দিকে তাকান সবই হাসিনা আপনার লোক তাই সমস্ত অপকর্মের দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে তাদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিন।

স্থায়ী কমিটির নেতা আরো বলেন, আমরা চাইনা বাংলাদেশটা শ্রীলঙ্কা হোক দেশ জনগণের, তাই তাদের হাতে ক্ষমতা দিয়ে মানে মানে কেটে পড়েন।

মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ পিন্স, সহ সাগঠনিক সম্পাদক, শাহ ওয়ারেস আলী মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার