পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রোবেল মিয়ার নেতৃত্বে মিয়াপুর গ্রামের মকবুল আহম্মদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের বসত ঘরে থেকে প্রথমে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রান্না ঘরের পাশের একটি কবুতরের বক্স থেকে বস্তা মোড়ানো অবস্থায় দু’টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক রোবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিনের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।