Top
সর্বশেষ

ফের বাড়ল ডলারের দাম

১৬ মে, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
ফের বাড়ল ডলারের দাম

এক সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল আন্তঃব্যাংক ডলারের দাম। এবার এক লাফে বেড়েছে ৮০ পয়সা, যা এক দিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড।

আজ আন্তঃব্যাংকে ডলারের দাম উঠে ৮৭ টাকা ৫০ পয়সা। যা গতকাল রোববার লেগেছিল ৮৬ টাকা ৭০ পয়সা। খোলাবাজারের ডলারের দাম আরও চড়া, প্রায় ৯৫ থেকে ৯৬ টাকা। এছাড়া ব্যাংকেও নগদ ডলারের দাম এখন ৯৩ থেকে ৯৪ টাকা।

এ নিয়ে চলতি বছরে পাঁচবার বেড়েছে ডলারের দাম। চলতি বছরের জানুয়ারিতে ৮৬ টাকার পৌঁছায় ডলারের দর। মার্চে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে দর ৮৬.২০ টাকা হয়, এপ্রিলের শেষ এসে ২৫ পয়সা বেড়ে ডলারের দাম উঠে ৮৬ টাকা ৪৫ পয়সা। ৯ মে আরও ২৫ পয়সা বেড়ে ডলারের দাম উঠে ৮৬ টাকা ৭০ পয়সা। সবশেষে আজ ডলারের দাম এক লাফে ৮০ পয়সা বেড়ে দাঁড়ায় ৮৭ টাকা ৫০ পয়সা। যা এ যাবতকালে সর্বোচ্চ রেট।

শেয়ার