পুলিশ কনস্টেবল জনি খানের হাতের কব্জি প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকার পঙ্গু হাসপাতালে তার হাতের কব্জি প্রতিস্থাপন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে কব্জি হারান ওই পুলিশ সদস্য। উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়।
সোমবার (১৬ মে) জনি খানের সঙ্গে থাকা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত কব্জি প্রতিস্থাপনের বিষয়টি নিশ্চিত করেন। তবে সঠিক কোন হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।
চিকিৎসকের বরাতে ভক্ত চন্দ দত্ত বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। জনি খান বর্তমানে ভালো আছেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান জানিয়েছেন, জনি খানের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত কবির আহম্মদের স্ত্রী রুবি বেগমকে বান্দরবান সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কবির আহম্মদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে কবির আহাম্মদ নামে এক আসামিকে গ্রেফতারে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের লালাখিল গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই মজিবুর রহমান, কনস্টেবল মো. জনি খান ও শাহাদাত হোসেন।
পুলিশ পিকআপে অভিযান চালায়। কবির গ্রেফতার এড়াতে কনস্টেবল জনি খানকে দা দিয়ে কোপ দেয়। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কবির পালিয়ে যায়। জনিকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।