Top
সর্বশেষ

আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা

১৬ মে, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তুত প্রস্তত, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ও বৈধ কাগজপত্র না থাকায় সান্তনা ঔষধালয় নামে একটি আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে রংপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আঁখি শেখ হারাগাছ থানাধীন বাহারকাছনা সান্তনা আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। তাকে সহযোগীতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর।

ম্যাজিস্ট্রেট আঁখি শেখ জানান, সান্তনা আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে নিয়ম বর্হিভুত ভাবে ঔষধ তেরী করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তুত প্রস্তত, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ও বৈধ কাগজপত্র না থাকায় আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে প্রতিষ্ঠানের মালিক সদরুল আনামকে ২০ কুড়ি হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়।

শেয়ার