Top

সাজেক ভ্রমণে আসছেন রাষ্ট্রপতি

১৭ মে, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
সাজেক ভ্রমণে আসছেন রাষ্ট্রপতি
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দেশের অন্যতম পর্যটন নগরী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্রমণে দু’দিনের অবকাশ যাপনে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়- চলতি বছরের আগামী ২০ মে থেকে ২১ মে পর্যন্ত অর্থাৎ দু’দিন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবকাশ যাপন করবেন তিনি। ২০মে বিকেলে হেলিকপ্টারে করে তিনি সাজেকে আসবেন। ২৩ তারিখ বিকেলে তিনি সাজেক ছাড়বেন।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকের কোনো রিসোর্ট বন্ধ থাকবে না। তাঁর সফর সঙ্গীর জন্য কিছু রিসোর্ট বুকিং রাখতে সাজেক কটেজ মালিক সমিতিকে বলা হয়েছে।

তিনি আরও বলেন- কোন কটেজ বন্ধ থাকবে না। তবে ১৮ মে থেকে ২২মে পর্যন্ত পর্যটকদের অতি নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে সাজেক যেতে হবে।

প্রসঙ্গত: রাষ্ট্রপতি তিনদিনের সফরে চলতি বছরের ১২মে সাজেকে আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তাঁর সফর বাতিল করা হয়েছিলো।

শেয়ার