Top

ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের আবেদন করতে হবে : পররাষ্ট্র বিষয়ক কমিটি

১৭ মে, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের আবেদন করতে হবে : পররাষ্ট্র বিষয়ক কমিটি
আন্তর্জাতিক ডেস্ক :

ফিনল্যান্ডকে নিজেদের নিরাপত্তা জোরদার করতে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার কথা বলছে সিএনএন এর বরাত দিয়ে এমনটিই জানিয়েছেন দেশটির সংসদীয় পররাষ্ট্র বিষয়ক কমিটি।

সিএনএন জানিয়েছে, কমিটি ফিনল্যান্ডের জন্য আনুষ্ঠানিকভাবে ন্যাটো সদস্যপদ চাওয়ার জন্য প্রয়োজনীয় আরেকটি আইনী পদক্ষেপ সুপারিশ করে পররাষ্ট্র বিষয়ক কমিটি।

দেশটির পররাষ্ট্র বিষয়ক কমিটি মঙ্গলবার বলেছে, রাশিয়ার দীর্ঘস্থায়ী আগ্রাসী নীতি ও ইউরোপের শক্তি বৃদ্ধির ক্ষেত্রগুলিতে বিভক্ত করার লক্ষ্য ইউক্রেনে হামলা চালায়।

কমিটি আরো বলেন, ন্যাটোতে যোগদানের এই ডাকে সাড়া দিতে ব্যর্থ ফিনল্যান্ডের পররাষ্ট্র, নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি আরো সংকুচিত হবে। ফিনিশদের নিরাপত্তার জন্য ন্যাটো সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য অতিরিক্ত সুরক্ষা।

কমিটির অবস্থান, ফিনিশ সরকারকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়ে তাদের সাথে চুক্তির ইঙ্গিত দেয়।

গলো সপ্তাহে, ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো এবং প্রধানমন্ত্রী সানা মারিন ন্যাটোতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।

শেয়ার