সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭৯৭ বারে ৪১ লাখ ৭০ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পাওয়ার গ্রীডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৫৩ বারে ৯০ লাখ ৪ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৬২২বারে ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৩১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮৪ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯ দশমিক ৯১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৮৭ শতাংশ,রবির ৯ দশমিক ৮৭ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯ দশমিক ৮৭ শতাংশ, সামিট পাওয়ারের ৯ দশমিক ৮২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯ দশমিক ৭৭ শতাংশ ও সিটি ব্যাংকের শেয়ার দর ৯ দশমিক৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।