Top

পঞ্চগড়ে দুইদিন ব্যাপি শিশু মেলা শুরু

১৮ মে, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে দুইদিন ব্যাপি শিশু মেলা শুরু
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলা তথ্য অফিসের উদ্যোগে বোদা উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপি শিশু মেলা শুরু হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক প্রকল্পের আওতায় শিশুদের অধিকার নিশ্চিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নারীদের ক্ষমতায়নের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।

বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা. জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে একটি বণাঢ়্য র‌্যালী বের করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়। মেলায় সরকারি
বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

শেয়ার