ব্যাপক ধসের মধ্য দিয়ে পার করতে হয়েছে ২০১৯-২০ অর্থবছরের পুঁজিবাজার। সদ্য সমাপ্ত অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক, লেনদেন ও বাজার মূলধন রেকর্ড পরিমাণ কমেছে।
ডিএসইর ২০১৯-২০ অর্থবছরের বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
বুধবার (০১ জুলাই) ডিএসই থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের শুরুতে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৪২১.৬২ পয়েন্ট। বছরের শেষ দিন সূচক কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৯ পয়েন্টে। অর্থাৎ অর্থবছরে ডিএসইর প্রধান সূচক কমেছে ১ হাজার ৪৩২.৫২ পয়েন্ট বা ২৬.৫৬ শতাংশ।
আর ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইএক্স বেড়েছিল ১৬.১৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ।
২০১৯-২০ অর্থবছরে ডিএসই৩০ সূচকও কমেছে। বছরের শুরুতে এই সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৯২৯.০৯ পয়েন্টে। বছর শেষে সূচকটি কমে অবস্থান করছে ১ হাজার ৩৪০.৯৮ পয়েন্টে। অর্থাৎ সূচক কমেছে ৫৮৮.১১ পয়েন্ট বা ৩০.৪৯ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে সূচকটি কমেছিল মাত্র ১.৫৭ শতাংশ।
২০১৯-২০ অর্থবছরে ডিএসই শরীয়াহ সূচক রেকর্ড পরিমাণ কমেছে। অর্থবছরে সূচকটি ২৫.৬৮ শতাংশ কমে ৯২৫.০৮ পয়েন্টে নেমে গেছে। ২০১৮-১৯ অর্থবছরে সূচকটি মাত্র ১.৫১ শতাংশ কমেছিল।
বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে ডিএসইতে রেকর্ড পরিমাণ লেনদেন কমেছে। আলোচ্য বছরে ডিএসইতে মোট ৭৮ হাজার ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৪৬ হাজার ১৯৩ কোটি। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৬.৬৩ শতাংশ। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইতে মাত্র ৮.১০ শতাংশ লেনদেন কমেছিল।
সমাপ্ত অর্থবছরে ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও। ২০১৯-২০ অর্থবছরে ডিএসইতে ২০৩ কর্মদিবসে ২ হাজার ৫৯২ কোটি ৫৭ লাখ শেয়ার লেনদেন হয়েছিল; যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৬৯১ কোটি ৮৯ লাখ শেয়ার। অর্থাৎ ডিএসইতে ৪২.৪০ শতাংশ শেয়ার লেনদেন কমেছে। অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার লেনদেন কমেছিল ১৯.৩৩ শতাংশ।
আলোচ্য অর্থবছরে ডিএসইর বাজার মূলধন কমেছে ২১.৯৭ শতাংশ। বছরের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি টাকা। বছর শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৯৬৭ কোটি টাকা।