চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সীমানাপ্রাচীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল খালেক (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) রাত ১টার দিকে উপজেলার জুঁইদণ্ডি ইউনিয়নের ৮নং খুরুস্কুল গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আব্দুল খালেক স্থানীয় মৃত হাসান মুরাদের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ বলেন, ভোর রাত ৩টার দিকে খুরুস্কুল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় এক যুবককে আনা হয়েছে। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
দায়িত্ব থাকা আনোয়ারা থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর বাকিটা জানা যাবে।