Top
সর্বশেষ

বাংলাদেশ ফুটবল দলের জার্সির ডিজাইন দিতে পারেন আপনিও

১৫ জানুয়ারি, ২০২১ ১০:১৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ ফুটবল দলের জার্সির ডিজাইন দিতে পারেন আপনিও

সর্বশেষ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দীর্ঘদিন পর আবারও নতুন জার্সি পেতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা।

আগামী মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নতুন জার্সি পাচ্ছে জাতীয় ফুটবল দল।

তবে কেমন হবে এই জার্সি? এবার তার ডিজাইন তৈরির প্রতিযোগিতা হতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আহ্বানে উন্মুক্ত প্রতিযোগিতা হবে জার্সি তৈরির। এতে অংশ নেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউই। ২৫ জানুয়ারির আগেই দুটি জার্সির ডিজাইন পাঠাতে হবে বাফুফে বরাবর।

লাল-সবুজ কিংবা সবুজ ও সাদার মিশ্রণে হতে হবে জাতীয় দলের হোম এবং অ্যাওয়ে জার্সি। ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। এ ছাড়া বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এবং জাতীয় দলের সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে।

এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুটি ভিআইপি টিকিটও দেওয়া হবে। একটি সনদও প্রদান করা হবে।

 

শেয়ার