Top
সর্বশেষ

মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

২১ মে, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে ব্যাপকভাবে।

মাদারীপুর সদর  হাসপাতালে মাত্র ৬ টি শয্যা থাকায় চিকিৎসা নিতে আসা ডায়রিয়া আক্রান্ত রোগিরা চরম সমস্যা পোহাচ্ছে। প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।ফলে শয্যা সংকটের কারণে রোগিরা মেঝেতে আশ্রয় নিচ্ছে। আক্রান্ত রোগির মধ্য শিশুর সংখ্যা বেশি।

হাসপাতাল সুত্র জানায়, গত সাত দিনে সদর হাসপাতালে ২৩০ জন ডায়রিয়া আক্রান্ত  রোগি ভর্তি করা হয়েছে ।
হাসপাতালের একজন ডাক্তার বলেন, ১৫/১৬ বার পায়খানা করা রোগিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
ডায়রিয়া ওয়ার্ডে নোংরা পরিবেশ বিরাজ করছে বলে রোগিরা জানিয়েছেন।
শেয়ার