Top
সর্বশেষ
গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬

নীলফামারীতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা

২২ মে, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
নীলফামারীতে ওষুধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা

বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয়, জেলা, উপ-শাখা নেতৃবৃন্দের সহিত নীলফামারী সদরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মে) সকালে হোটেল থ্রী স্টারে বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আব্দুল কাদের সহ-সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি, বিসিডিএস, রংপুর জেলা শাখা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু সভাপতি নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও সদস্য বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খোন্দকার মারুফ ইলাহী পরিচালক, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি, বিসিডিএস রংপুর জেলা শাখা,মমিনুল ইসলাম চৌধুরী, পরিচালক, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি বিসিডিএস দিনাজপুর জেলা শাখা,সাইফুল ইসলাম পরিচালক,কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি বিসিডিএস গাইবান্ধা জেলাশাখা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-নীলফামারী সদরের ওষুধ ব্যবসায়ীবৃন্দ।

শেয়ার