বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয়, জেলা, উপ-শাখা নেতৃবৃন্দের সহিত নীলফামারী সদরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) সকালে হোটেল থ্রী স্টারে বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আব্দুল কাদের সহ-সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি, বিসিডিএস, রংপুর জেলা শাখা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু সভাপতি নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও সদস্য বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খোন্দকার মারুফ ইলাহী পরিচালক, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি, বিসিডিএস রংপুর জেলা শাখা,মমিনুল ইসলাম চৌধুরী, পরিচালক, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি বিসিডিএস দিনাজপুর জেলা শাখা,সাইফুল ইসলাম পরিচালক,কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সিনিয়র সহ-সভাপতি বিসিডিএস গাইবান্ধা জেলাশাখা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-নীলফামারী সদরের ওষুধ ব্যবসায়ীবৃন্দ।