Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

২২ মে, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় সংঘর্ষে শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তি
নিহত হয়েছেন।

নিহত শাহ আলম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বাগানবাড়ি গ্রামের ফয়েজ
উদ্দীনের ছেলে।

শনিবার রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরদিন রবিবার সকালে মৃতের বড় ছেলে জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়নাল আবেদিন বলেন, গত শুক্রবার ভোরে প্রতিবেশী মানারুল ইসলামদের সঙ্গে বসতভিটার জমি নিয়ে
বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমার বাবার মাথা ফেটে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে
রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।
তিনি জানান, এ ঘটনায় মানারুল ও অন্য ৬ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করে মামলা করার
জন্য এজাহার থানায় জমা দিয়েছি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মরদেহ উদ্ধার করে
মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে জয়নাল বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। মামলাটি
প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সংঘর্ষে আহত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মানারুল হককে
(৩৮) শুক্রবার রাতে হাসপাতালের দুই তলা ভবন থেকে নীচতলায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা
(২৬) নামে এক যুবকের বিরুদ্ধে।

শেয়ার