Top

ফ্রান্সে ফের ১৫ দিনের কারফিউ

১৫ জানুয়ারি, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
ফ্রান্সে ফের ১৫ দিনের কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ফ্রান্সে ফের অন্তত ১৫ দিনের কারফিউ জারি করেছে দেশটির সরকার। খবর বিবিসি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যা ক্যাসটেক্স এই নির্দেশ জারি করেন।

এর আগে, ডিসেম্বর থেকেই ফ্রান্সের বিভিন্ন শহরে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল।

এবারের নতুন ঘোষণা অনুযায়ী শনিবার (১৬ জানুয়ারি) থেকে দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি থাকবে।

এ প্রসঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্যাসটেক্স বলেন, করোনার সংক্রমণ বেড়েই চলেছে। দেশের অবস্থা উদ্বেগজনক। বিদেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

এদিকে, ফ্রান্সে কারফিউ জারির ঘোষণায় বলা হয়েছে, সারাদেশে অন্তত ১৫ দিন এই ঘোষণা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সবাইকে ঘরে থাকতে হবে। বিকেল ৫টার মধ্যে কাজ শেষ করে ঘরে ফিরতে হবে। কারফিউ থাকাকালীন নিত্যপ্রয়োজনীয় ও জরুরি ছাড়া সব ধরনের দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারি কোভিড-১৯। ফ্রান্সে এই ভাইরাসে এখন পর্যন্ত ৬৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে ।

শেয়ার