খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যৌন নিপিড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে হাদি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসামীকে ধরতে প্রশাসনেরকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় । এই সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার না হলে আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, আমাদের বোনের সাথে যেটা হয়েছে। সেটার বিচার না হলে শুধু মানববন্ধনে সীমাবদ্ধ থাকবো না।৪৮ ঘন্টার মধ্যে অপরাধীকে বিচারের আওতায় না নিয়ে আসলে আমরা অন্য পদক্ষেপ নিবো।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, যারা সমাজের মানুষের অধিকারের কথা বলে তারা যদি নিপীড়িন করে তাহলে সমাজ বিপথগামী হয়ে যাবে। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনায় দ্রুত বিচার চাই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হোক।
উল্লেখ্য , খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী নিজ জেলায় ঝিনাইদহের স্থানীয় কথিত সাংবাদিক খায়রুল ইসলাম কর্তৃক শ্লীলতাহানির অভিযোগ উঠে। জোরপূর্বক তার রুমে শ্লীলতাহানির হানির চেষ্টা করলে ভুক্তভোগী শিক্ষার্থী ওখান থেকে চলে আসে। এসে শিক্ষক, সহপাঠী, বাবা মা ও বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সাথে শেয়ার করেন।পরবর্তীতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।