Top

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি  

২৩ মে, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ণ
নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি  
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি  :
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবুল কাশেম।
শনিবার (২২ মে) দিবাগত  রাত তিনটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে শনিবার রাতে ঘুমাতে যান আবুল কাশেম।  রাত তিনটার দিকে তার ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকানঘরসহ সঙ্গে থাকা বসতঘর পুড়ে যায়।
এলাকাবাসীর দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ  আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
এদিকে ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় নগদ দশ হাজার টাকা, কম্বল ও চালের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণে টিন বরাদ্দ দেওয়া হয়েছে।
শেয়ার