Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ফরিদগঞ্জে পিতা-মাতাকে মারধর ও এসিড নিক্ষেপ করলো ছেলে

১৫ জানুয়ারি, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে পিতা-মাতাকে মারধর ও এসিড নিক্ষেপ করলো ছেলে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামের লাল গাজি (মিজি) বাড়িতে বৃদ্ধ পিতা-মাতাকে বেদম মারধর করে হাত ভেঙ্গে ও ব্যাটারীর এসিড নিক্ষেপ করেছে এক ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধা বোরহান উদ্দিন (৬৫) ও সৎ মা পারভিন বেগম (৪৫)কে বেদম মারদর করে মুখে ব্যাটারির এসিড নিক্ষেপ করলো বৃদ্ধার ছোট ছেলে নুরে আলম (৩৫) ও ছেলে বউ নিশু বেগম(২৫)।

বৃদ্ধা বোরহান উদ্দিন জানান, আমি ও আমার স্ত্রী বিকেলে ভাত খাচ্ছিলাম এসময় আমার ছেলে ও বউ রান্না করার চুলায় ধোয়া হচ্ছে নিয়ে বকা-জকা করার এক পর্যায়ে লাঠি দিয়ে আমাদের এলোপাতাড়ি মারতে থাকে এবং অটো রিক্সার ব্যাটারী থেকে এসিড নিয়ে আমাদের মূখে নিক্ষেপ করে এবং ঘর থেকে বের করে দেয়।

সরজমিন ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃদ্ধা ও তার স্ত্রী মুখে এসিড নিক্ষেপ করায় তাদের মুখে কালো দাগ এবং শরীরের বিভিন্ন অংশে নিলা ফুলা সহ একটি হাত ভেঙ্গে যায়।

এমতাবস্থায়, বৃদ্ধা বোরহান প্রশাসনের কাছে তার ছেলে ও ছেলের বউয়ের বিচার দাবী করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফরুক ফারুকী জানান, বৃদ্ধা বোরহান ও তার স্ত্রী গতকাল আমার কাছে এসেছে, আমি তাদের মুখে এসিডের দাগ দেখে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলেছি।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ভোক্তভূগীরা উক্ত বিষয়ে অভিযোগ করেছে, আমি তাদের চিকিৎসা নিতে বলেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

উল্লেখ্য, বোরহান উদ্দিনকে তার ছেলে এ ঘটনার পূর্বেও একাধিকবার মারধর করেছে বলে

স্থানীয়রা জানায়।

 

শেয়ার