Top
সর্বশেষ

টাঙ্গাইলে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

২৩ মে, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছির হোসেন কানন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছির হোসেন কানন টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউশন অব টেকনোলজির ছাত্র।

সে সদরের বাওয়ার কুমারজানী গ্রামের আমির হোসেন ছেলে এবং আহত শহীদুল একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কানন ও শহীদুল সকাল সাড়ে নয়টার দিকে একই মোটরসাইকেল নিয়ে বাসা থেকে মাত্র দেড়শ গজ দূরে মির্জাপুর বাইপাসের আন্ডারপাসে পৌঁছায়। এ সময় টাঙ্গাইলগামী দ্রæতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইয়াছির হোসেন কানন মারা যান। এ ঘটনায় শহীদুল গুরুতর আহত হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার