Top

নোয়াখালীতে  সন্ত্রাসীদের  বিচারের দাবীতে মানববন্ধন

২৩ মে, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
নোয়াখালীতে  সন্ত্রাসীদের  বিচারের দাবীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে আহত মো. সুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে সুজনের পরিবার, স্বজন ও এলাকাবাসী মানববন্ধন এবং সমাবেশ করছে।

সোমবার (২৩মে)  বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালন করে তারা। আধাঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধন-সমাবেশে স্থানীয়রা জানান, জেলা শহরের লক্ষ্মীনারায়নপুর এলাকার মো. রফিকের ছেলে মো. সুজন তার স্ত্রীকে নিয়ে গত ১৭ মে বিকেলে শহরের হাউজিং বালুর মাঠে বেড়াতে যান।
এসময় স্থানীয় অপূর্ব, সৈকত, ইয়াছিন আরাফাত, ফরহাদ ও আব্দুল করিমসহ সন্ত্রাসীরা সুজনের স্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে তারা সুজনের স্ত্রীর শরীরের হাত দিলে সুজন বাঁধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে সুজনকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়।

পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে সুজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সমাবেশে মামলার প্রধান আসামি অপূর্বসহ সব আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজনের চাচা মাসুদ শাহিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ এ পর্যন্ত তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত অপূর্বসহ অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার