Top
সর্বশেষ

নোয়াখালীতে সামাজিক বনায়নের ২৩ জন উপকারভোগির মাঝে চেক বিতরণ

২৩ মে, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
নোয়াখালীতে সামাজিক বনায়নের ২৩ জন উপকারভোগির মাঝে চেক বিতরণ
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের ২৩ জন উপকারভোগির মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। যার মধ্যে ১২ জনকে ৩৩ হাজার ১১২টাকা এবং ১১জনকে ৩৩হাজার ১১৩টাকা করে ২৩জন সবাইকে চেক প্রদান করা হয়েছে।

সোমবার(২৩মে) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চেকগুলো হস্তান্তর করা হয়।

জানা গেছে, কোম্পানীগঞ্জ ফরেষ্ট রেঞ্জের আওতায় ১৯৯৯-২০০০ সালের উপজেলার হাজারীহাট থেকে কদমতলা বাজার পর্যন্ত ৩কিলোমিটারে ১১জন উপকারভোগি এবং চরহাজারী ডিসি সড়কের গুরুদাসের পোল থেকে হাজীরহাট পর্যন্ত ৩কিলোমিটারে ১২জন উপকারভোগির মাঝে মোট ৭লাখ ৬১হাজার ৫৮৭টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী উপকূল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বনায়নের গুরুত্ব অপরিসীম। তাছাড়াও দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।

রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি বন সংরক্ষক মো. কাজী তারিকুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আলম চৌধুরী, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বিট কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, উপকারভোগি দল প্রধান ওয়ালী উল্যাহ প্রমুখ।

শেয়ার