Top
সর্বশেষ

নবীন শিক্ষার্থীদের পদযাত্রায় মুখরিত জাবি ক্যাম্পাস

২৩ মে, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
নবীন শিক্ষার্থীদের পদযাত্রায় মুখরিত জাবি ক্যাম্পাস
জাবি প্রতিনিধি :

জৈষ্ঠ্যমাসের তীব্র গরমে এক পসলা শান্তির শীতল বাতাস নিয়ে এসেছে ৫০ তম আর্বতনের নবীন শিক্ষার্থীদের মনে। এই যেন চির যৌবনা দখিনা বাতাস। নতুন অবয়বে সেজেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এসেছে নবীন। মুখরিত করেছে সবুজে মোড়ানো ক্যাম্পাস।

সোমবার সকাল থেকেই রঙিন বেশে নবীন শিক্ষার্থীদের আনাগোনা। বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে নতুন শিক্ষার্থীদের অবস্থান। অনেকের সঙ্গে তাদের অভিভাবক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যাও বাড়তে থাকে।

এরপর নবীনরা স্ব স্ব বিভাগে উপস্থিত হয়। অধিকাংশ বিভাগই তাদেরকে ক্ষুদ্র আনুষ্ঠানিকতায় বরণ করে নেয়।

এখান থেকেই শুরু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক লাইফ। ক্লাস শেষেই ফুল হাতে নতুন বন্ধুদের সঙ্গে হাসিমাখা বদন নিয়ে বের হয় শিক্ষার্থীরা। এরপর তাদের পদচারণায় মুখরিত করে ক্যাম্পাস।

টারজান, ট্রান্সপোর্ট, মুন্নি স্মরণী, চৌরঙ্গী, বটতলা, মুক্তমঞ্চ, সপ্তম ছায়ামঞ্চ, টিএসসি, মহুয়াতলা সহ ক্যাম্পাসের জনসমাগম স্থান মাতে তাদের প্রাণোচ্ছ্বল উল্লাসে।

৫০ তম ব্যাচের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মুন্না বলেন, “প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে কেমন কাটবে এটা নিয়ে দ্বিধাদন্ধে ছিলাম, কিন্তু বিভাগে এসে তা কেটে গেছে। শিক্ষক এবং সিনিয়রবৃন্দ আমাদের সাদরে গ্রহণ করেছেন । চান্স পাওয়ার পর প্রথম দিনের সশরীরে ক্লাসের জন্য অধীর আগ্রহে ছিলাম। সময় যেন কাটছিল না। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রথম দিনের ক্যাম্পাসে বিভাগের শিক্ষক এবং বড় ভাই-আপুদের সান্নিধ্যে আসতে পেরে অনেক ভালো লাগছে।”

এদিকে নবীনদের পেয়ে সাদর সম্ভাষণ জানিয়েছে পুরাতনরা। অভয় আর গভীর ভালবাসায়-মমতা বরণ করা হয় আগতদের।

তবে বরাবরের মতোই এবারও ক্যাম্পাসে বেশি আলোচনায় এসেছে র‌্যাগিং ইস্যু। হলে কিংবা একাডেমিক ভবনে নীবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে র‌্যাগিং বিষয়টিকে।

আর এই র‌্যাগিং সচেতনতার জন্যই ক্লাস শুরুর আগের দিনই রবিবার (২২ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে র‌্যাগিং প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন, শিক্ষার্থীদের প্রতি অনুরোধ নতুনদের র‌্যাগিং থেকে বিরত থাকবে। র‌্যাগিং করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী প্রমাণ সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কার্পণ্য করবো না।

সাংবাদিতকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি রাকিব আহমদ বলেন, ‘ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে সচেতন হতে হবে। তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে তাদের অবগত হতে হবে। আশা করি তারা শিক্ষার্থী হিসেবে সময়নিষ্ঠ, অধ্যবসায়ী হবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা করবে।

র‌্যাগিংমুক্ত সৌহার্দ আর সম্প্রীতি পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এমন আশাবাদ রেখেই নবীন শিক্ষার্থীদের স্মৃতির পাতায় অন্যন্য স্থান করে নেয় আজকের এই দিনটি। এমনই উচ্ছ্বাসে কাটুক অনন্ত জীবন সেই প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।

 

শেয়ার