কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা পর্যায়ে দেশের প্রথম হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের জমি থেকে “ভূট্টা কাটা’র শুভ উদ্ভোধন করেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন।
২৪ মে বিকেলে উপজেলার মোহাম্মদপুর, মোস্তাকের মোড় এলাকার হারভেস্টার মেশিন দিয়ে একটি ভুট্টা ক্ষেতের ভুট্টা’ কাটার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, উপজেলা পর্যায়ে দেশের প্রথম দাউদকান্দিতে হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের জমি থেকে “ভূট্টা কাটা’র শুভ উদ্ভোধন করা হলো সেই সাথে
‘আধুনিক কৃষি প্রযুক্তির সুফল পেতে শুরু করেছেন কৃষকরা। একসময় ভুট্টা ধান ও গম কাটা মাড়াইয়ের জন্য কাস্তেই ছিল প্রধান অস্ত্র। এখন বদলে গেছে সেই দৃশ্যপট। মাঠে মাঠে এখন পৌঁছে গেছে ভুট্টা গম ও ধান কাটার যন্ত্র। যন্ত্রের সাহায্যে ভুট্টা গম ও ধান কাটায় সময় এবং খরচ দুই কমছে কৃষকের।’
জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় গতবারের তুলনায় অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে ভুট্টার গাছগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। বৈরি আবহাওয়া ও কালবৈশাখীর আঘাত থেকে মুক্ত থাকায় এবারে ভুট্টার কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া বোরো চাষের তুলনায় ভুট্টা চাষে কম খরচে লাভ অনেক বেশি। তাই এবার অনেক জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, গতবছর এ উপজেলায় যে পরিমাণ জমিতে ভুট্টার চাষ করা হয়েছিল। এবার তার চেয়ে অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। তথ্যমতে, এবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভুট্টার চাষ হয়েছে ৭,৬০০ হেক্টর জমিতে।