Top
সর্বশেষ

টাঙ্গাইলে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৪ মে, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে মধুপুরে ২৮ বোতল বিদেশী মদসহ তুষার রেমা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার জলছত্র গ্রামের মৃত নিহার দফোর ছেলে।

মঙ্গলবার বিকেলে এ বিষয়টি নিশ্চত করেছে ডিবি (দক্ষিণ) এসআই রাইজ উদ্দিন । তিনি জানান, অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার মধ্যরাতে জলছত্র এলাকা হতে তুষার রেমাকে ২৮ বোতল বিদেশী এসি ব্ল্যাক ব্যান্ডের মদসহ গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার সকালে তিনি বাদি হয়ে তুষার রেমাকে আসামী করে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার