Top
সর্বশেষ

ঠাকুরগাঁও পৌর আ`লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

২৫ মে, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও পৌর আ`লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের আয়োজনে পরিচিতি সভায় নব-নির্বাচিত কমিটির সভাপতি ইকরামুল হক একরামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুণাশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নব-নির্বাচিত পৌর কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। এর আগে ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটি ও পৌর আওয়ামী লীগের অধীনে গঠিত পৌরসভার ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

শেয়ার